ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

স্বামীর সঙ্গে রাগ করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ , ০৪:৪৩ পিএম


loading/img
ফাইল ছবি

দিনাজপুরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে সাড়ে ৯টার দিকে শহরের ষষ্ঠিতলার রেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধূ শহরের পশ্চিম মিশন রোডের রেল কলোনি এলাকার মৃত নুরু মিয়ার মেয়ে বিলকিস। 

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, বিলকিস ও তার স্বামীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। শনিবার (১১ ডিসেম্বর) সকালে পঞ্চগড়গামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

তিনি আরও জানান, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। নিহতের ভাই নাসিম মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |