চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নে দেওয়াল চাপায় তানিশা আক্তার (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আবদুল আলিম সিকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু একই এলাকার মো. রফিকের মেয়ে তানিশা আক্তার।
বিজ্ঞাপন
লোহাগাড়া থানার উপ পরিদর্শক (এসআই) শিশির বিন্দু ধর বলেন, আবদুল আলিম সিকদার পাড়ায় একটি ট্রাক্টর পার্কিং করার সময় দেওয়ালকে ধাক্কা দিলে দেওয়াল চাপায় পড়ে তানিশা নামে এক শিশুর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ আবেদন করা হয়েছিল। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিএম