ঢাকাশুক্রবার, ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

নীলফামারীতে খালে ডুবে শিশুর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ০৯:৫৬ এএম


loading/img
নিহত শিশু মিজানুর রহমানের বাড়িতে উৎসুক জনতার ভিড়। ছবি: আরটিভি

নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার খালে ডুবে মিজানুর রহমান মিজান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন।

নিহত মিজান কামারপুকুর ইউনিয়নের আনোয়ারা হোসেনের একমাত্র ছেলে। 

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা থেকে মিজান নিখোঁজ ছিলো। তাকে খোঁজার জন্য বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় ও এলাকার মার্কিং করা হয়। কোথাও খোঁজ না পেয়ে স্থানীয়দের পরামর্শে বাড়ির পাশের এনবি ২ ব্রিকস ইটভাটার খালে খোঁজাখুঁজি করা হলে পানির নিচে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, ইটভাটার খালের পানিতে ডুবে শিশুটি মারা গেছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |