গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে কালীগঞ্জ-টঙ্গী সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিউরি গ্রামের সোহেল সরকারের ছেলে সৌরভ সরকার (২১)। কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান জানান, সৌরভ সরকার রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পুবাইল এলাকার মিরেরবাজারে নানা বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। সে তুমলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) পুবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুর রহমান জানান, রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যার পর কালীগঞ্জ-টঙ্গী সড়কের পুবাই আদর্শ কলেজ ও পুবাইল রেলওয়ে স্টেশনের ফাঁকাস্থানে এ দুর্ঘটনা ঘটে।
জিএম/এসকে