সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে আবুল হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা রায়দৌলতপুর দক্ষিণপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আবুল হোসেন (৬০) উপজেলার রায়দৌলতপুর দক্ষিণপাড়া এলাকার মৃত হাতেম খন্দকারের ছেলে।
নিহতের চাচাতো ভাই ইলিয়াস খন্দকার আরটিভি নিউজকে বলেন, বাসা থেকে মসজিদে যাওয়ার জন্য বের হয়েছিল আবুল হোসেন। এমন সময় বালুবাহী ট্রাকটি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এস আই) মো. আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে রিফাত-রিমি এন্টারপ্রাইজ নামে ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে রাখা রয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
এমআই/টিআই