ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

হাড় কাঁপানো শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ , ০৯:০২ এএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোতে কুয়াশা কম হলেও তাপমাত্রা কমে যাওয়ায় হাড় কাঁপানো শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষজন কাজ করতে সমস্যায় পড়ছেন। প্রচণ্ড ঠাণ্ডার কারণে কৃষি শ্রমিকদের মাঠে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে জানান, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা কিছুটা কমে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস  নির্ধারণ করা হয়েছে। যা গতকাল ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ, ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ১২-১৫ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে। তাপমাত্রা আরও কমতে পারে।

বিজ্ঞাপন

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |