• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১২
ছবি : সংগৃহীত

পৌষের শেষে এসে নওগাঁয় শীত কিছুটা বেড়েছে। হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডা বাতাসে জনজীবন থমকে দাঁড়ানোর উপক্রম শুরু হয়েছে। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও রাতে ঠাণ্ডার প্রভাব বেশি থাকছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা নিম্নমুখী।

নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা অনেক কমেছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। হিমেল বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে।

স্থানীয়রা জানান, গত দুই দিন থেকে আবারও বেড়েছে শীতের দাপট। সকালে কুয়াশা কমলেও বেড়েছে ঠাণ্ডার দাপট। তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা থাকলেও হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল ১০টা পর্যন্ত।

এদিকে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার রাস্তাঘাটে শ্রমজীবী মানুষের দেখা মিললেও স্বাভাবিক সময়ের চেয়ে কম ছিল।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন
নওগাঁয় ঠান্ডা বাতাসের দাপটে বিপর্যস্ত জনজীবন
পঞ্চগড়ে পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন