ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দি গানের তালে নাচ (ভিডিও)

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ , ১০:৩৭ পিএম


loading/img
হিন্দিগানের তালে নৃত্য পরিবেশন করছে এক কিশোর।

বরগুনার আমতলীতে শিক্ষাপ্রতিষ্ঠানে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে নৃত্য পরিবেশন করা হয়েছে। বিজয়ের দিনে দেশাত্মবোধক গান না বাজিয়ে বিদেশি গান বাজানোয় সমালোচনার ঝড় বইছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে মঞ্চে হিন্দি গানের তালে তালে নাচ শুরু হয়।

১ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিজয় অনুষ্ঠানের আলোচনা মঞ্চের সামনে হিন্দি গানের তালে তালে নৃত্য পরিবেশন করছে এক কিশোর। মঞ্চে অতিথিরা বসা। প্যান্ডেলভর্তি শিক্ষার্থী। তারাও গানের তালে উচ্ছ্বাস প্রকাশ করছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্ঠানে আসা অনেকে। আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মোল্লা বলেন, আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।

জানতে চাইলে সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ মিয়া বলেন, বিষয়টা খুবই দুঃখজনক। এটা ভুলক্রমে হয়ে গেছে আমাদের।

আমতলী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট এ কে এম শামস উদ্দিন বলেন, আজকের এই দিনে হিন্দি গানে ড্যান্সের প্রশ্নই আসে না। আজ দেশাত্মবোধক গানের মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আবদুল্লাহ বিন রশিদের বক্তব্য পাওয়া যায়নি।

এমআই /টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |