এবার সুনামগঞ্জে মুরাদের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ ডিসেম্বর ২০২১ , ১২:৫২ পিএম


এবার সুনামগঞ্জে মুরাদের বিরুদ্ধে মামলা
ডা. মুরাদ হাসান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে এবার সুনামগঞ্জে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলাটি নেওয়ার আবেদন করেছেন সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল হক।

মামলার আবেদনে দ্বিতীয় আসামি করা হয়েছে মুরাদ জাইমা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই টকশোর সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদকে। আদালত আবেদনটি গ্রহণ করলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোন আদেশ দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

মামলার বাদী সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হক আরটিভি নিউজকে বলেন, জিয়াউর রহমানের নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একজন প্রতিমন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ অশালীন ভাষায় কথা বলেছেন সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনোভাবেই কাম্য নয়। এ বক্তব্যে শুধু জাইমা রহমান নয় দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি। আমাদের আশা আদালত সঠিক বিচারের ব্যবস্থা নিবেন।

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission