আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় অন্তত ৮ জন আহত হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নলদী ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর বিশ্বাস ও আওয়ামী লীগের বিদোহী আবুল কামাল পাখির সমর্থকদের মধ্যে মিঠাপুর বাজারে এ সহিংসতার ঘটনা ঘটে। এতে আহতদের নড়াইল সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ আরটিভি নিউজকে জানিয়েছেন, নৌকা ও নৌকার বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ভোটের মাঠের আধিপত্য নিয়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। মিঠাপুর বাজারে দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়ালে উভয়পক্ষে অন্তত আটজন আহত হয়। হামলায় আহতদের মাথাসহ শরীরের নানান জায়গায় আঘাতপ্রাপ্ত গুরুতর তিনজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সময় নৌকার প্রতিপক্ষ আনারস প্রতীকের কয়েকটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এমআই/টিআই