লক্ষ্মীপুরে নিজ বাড়ির পাশের ধানখেত থেকে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার চরমটুয়া এলাকায় অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রবিন হোসেন স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তার মৃত্যুটি হত্যা না আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ।
নিহত রবিনের স্বজনরা জানান, রবিন স্থানীয় একটি ইটভাটায় কাজ করার জন্য অগ্রিম টাকা নিয়েছিলেন। তবে কাজে না গিয়ে এলাকায় ঘোরাঘুরি করে বেড়ানোয় রোববার (১৯ ডিসেম্বর) সকালে বড় ভাই লিটন হোসেন তাকে বকাঝকা করেন। এর কিছুক্ষণ পরই বাড়ির পাশের ধানখেতে তাকে অচেতন অবস্থায় পায় এলাকাবাসী। জীবিত ভেবে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় রবিনকে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা-না হত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
জিএম