ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ব্যবসায়ীকে খুন করে চিল্লায় মুয়াজ্জিন

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ , ০৯:৩১ এএম


loading/img
ফাইল ছবি

কিশোরগঞ্জ সদরের চাঞ্চল্যকর ও ক্লুলেস ব্যবসায়ী রমিজ উদ্দীন খুনের রহস্য উদঘাটন করেছে র‌্যাব। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ ডিসেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। ওই ঘটনায় চিল্লারত অবস্থায় আত্মগোপনে থাকা মুয়াজ্জিন জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, কিশোরগঞ্জ সদর এলাকায় ব্যবসায়ী রমিজ উদ্দীনকে হত্যা করে পালিয়ে যান মুয়াজ্জিন জাকির হোসেন। এ ঘটনায় র‍্যাবের ছায়া তদন্তের ধারাবাহিকতায় চিল্লারত অবস্থায় তাকে লক্ষ্মীপুরের রামগতি থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |