পঞ্চগড়ে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য নাইমুজ্জামান মুক্তার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
বুধবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে মুক্তার স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমি পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষ ও শিশু শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান এবং লুৎফর রহমানসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল। এর আগে পঞ্চগড় পৌরসভা এবং আশপাশের কয়েকটি ইউনিয়নের দরিদ্র শীতার্তদের তালিকা করে টোকেন দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় কাউন্সিলর হাসনাত হামিদুর রহমানের সভাপতিত্বে কাউন্সিলর লুৎফর রহমান, আবদুল্লাহ আল মামুন বাবু, আরিফ হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা বক্তব্য প্রদান করেন।
বক্তারা জানান যখন শীতে দরিদ্র শীতার্তরা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন, ঠিক সেই মুহূর্তে অসহায় দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়িয়েছে নাইমুজ্জামান মুক্তা। তিন হাজার দরিদ্র ও অসহায় শীতার্তদের খুঁজে বের করে কম্বল পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান কাউন্সিলররা।
নিমনগড় এলাকার আসমা বেগম নামে এক বৃদ্ধা জানান শীতে গরম কাপড়ের অভাবে রাতে ঘুমাতে পারি না। কম্বল পেয়ে অন্তত রাতে ঘুমাতে পারব।
মুক্তার স্ত্রী কাজী মৌসুমি জানান, প্রতিবছরের ন্যায় এবারও শুধুমাত্র পঞ্চগড়ের মানুষের কথা মনে রেখে আমরা কম্বল বিতরণ করেছি। শীতে রাতের বেলায় কম্বল না থাকলে দারুণ কষ্ট হয় শীতার্তদের। আমরা পঞ্চগড়ের মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামীতেও পঞ্চগড়ের জনগণের জন্য কাজ করতে চাই।
এমএন/টিআই