ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ভোট দিলেন প্রতিবন্ধী আবদুর রাজ্জাক

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ২৬ ডিসেম্বর ২০২১ , ১২:৩৬ পিএম


loading/img
আব্দুর রাজ্জাক

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। তাদের মাঝে দেখা গেল প্রতিবন্ধী আবদুর রাজ্জাককে। হুইলচেয়ার এসে ভোট দিলেন তিনি। 

বিজ্ঞাপন

রোববার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনতি ডাকবাংলো ৩ নম্বর ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

এ সময় প্রতিবন্ধী আবদুর রাজ্জাক আরটিভি নিউজকে বলেন, নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যেন ভোট দিতে পারি। প্রথমে খুব ভয়ে ছিলাম। কারণ, নির্বাচনের দিন যদি কোন ঘটনা ঘটে। পরে দেখলাম প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই সুন্দর পরিবেশে এসে ভোট দিয়েছি।

বিজ্ঞাপন

প্রতিবন্ধী আবদুর রাজ্জাককের সঙ্গে আসা মোজাম্মেল নামের একজন আরটিভি নিউজকে বলেন, আবদুর রাজ্জাকের দুটি পা নেই। তিনি বৃদ্ধ। প্রতিবন্ধী হলেও তিনি সচেতন একজন মানুষ। আজ সকালে (ভোটের দিনে) বাড়ির পাশের ভোটারদের ডেকে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন। 

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |