ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে নির্বাচনী এলাকায় প্রবেশ, কেন্দ্রে ও আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে ৭৫ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৫ ডিসেম্বর) রাত থেকে রোববার (২৬ ডিসেম্বর) বিকেল পর্যন্ত সোনাগাজীর ৯ ইউপি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ইউপি সদস্য প্রার্থী, এজেন্ট ও বহিরাগত রয়েছেন।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানান, শনিবার (২৫ ডিসেম্বর) রাতে নির্বাচনী এলাকায় অবৈধ প্রবেশের সময় সোনাগাজী পৌর এলাকার মাঝির দোকান ও কারামতিয়া বাজার থেকে দুটি মাইক্রোবাসসহ ১৭ জনকে আটক করা হয়। অন্যদিকে নবী উল্লাহ বাজার থেকে বহিরাগত ১০ জনকে পুলিশে দেয় এলাকাবাসী।
রোববার (২৬ ডিসেম্বর) সকালে মধ্যম চরছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ব্যবহার করায় ১৩ এজেন্টকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদিকে বগাদানায় ভোটারদের প্রভাবিত করায় ইউপি সদস্য প্রার্থী একরামুল হককে আটক করে স্টাইকিং ফোর্স।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, তাদের নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। ভোটের ফল ঘোষণার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে