ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

নড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলা

শরীয়তপুর প্রতিনিধি: আরটিভি নিউজ

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ , ০৮:০২ পিএম


loading/img

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ সরদারের ওপর হামলা হয়েছে। আহত অবস্থায় তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

আজিজ সরদার (৬০) ইউপির কলারগাঁও গ্রামের হাজী মহর আলী সরদারের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। আগামী ৫ জানুয়ারি ওই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইউপির পণ্ডিতসার বাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। দলীয় প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিজ সরদার।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন ফকিরের (মোটরসাইকেল) কর্মী-সমর্থকরা আজিজ সরদারের (চশমা) ওপর এই হামলা করে। আজিজ সরদার এলাকায় নির্বাচনী প্রচারণা করতে এক সমর্থকের মোটরসাইকেলর পিছনে বসে পণ্ডিতসার বাজার দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেল থামিয়ে তার ওপর হামলা করা হয়। তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আব্দুল আজিজ সরদারের সমর্থক জসিম দেওয়ান বলেন, চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন ফকিরের সমর্থক রাসেল শেখ, ডলার শেখ, আলমগীর বেপারী, অলিসহ ১০-১৫ জন আমার প্রার্থী আজিজ সরদারের ওপর এই হামলা করে। আমার দাবি, প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন ফকির বলেন, পণ্ডিতসার বাজারে মোটরসাইকেল ও চশমা সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে শুনেছি। বিষয়টি বিস্তারিত জানি না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার লোকজন আমার ওপর যে অভিযোগ করছে এটা সঠিক নয়।

বিজ্ঞাপন

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ডিঙ্গামানিক ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তথ্য নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

এমএন/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |