অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের লাশের দাবিদার স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় দিকে বরগুনায় সদর হাসপাতালে ৩৫ জন আত্মীয়-স্বজনের নমুনা সংগ্রহ করা হয়।
ঢাকা থেকে আসা সিআইডির ফরেনসিক ল্যাবের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার বিকেলে বরগুনা সদর হাসপাতালে নিহতের দাবিদারদের এই নমুনা সংগ্রহ করেন।
বরগুনার পোটকাখালী গণকবরে দাফন করা ২৩টি মরদেহের পরিচয় শনাক্ত করতে স্বজনদের নমুনা দেওয়ার আহ্বান জানিয়ে ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে আসছিল। অগ্নিকাণ্ডে নিহত ৪৩ জনের মধ্যে ৩৭ জনই বরগুনার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পৌঁছায়। ঝালকাঠি থেকেই বরগুনার চারটি মরদেহ শনাক্ত করে নিয়ে যান স্বজনরা।
এনএইচ/এসকে