ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

বরগুনায় ৪৩ জনের ডিএনএ সংগ্রহ

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ , ০১:১৫ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

লঞ্চ দুর্ঘটনায় নিহত স্বজনদের শনাক্ত করার জন্য বরগুনায় নেওয়া হচ্ছে ডিএনএ নমুনা। জেলা প্রশাসনের কন্ট্রোলরুমে ৩৬ জনের নিখোঁজ তালিকা তৈরি করা হয়। যাদের মধ্যে পাথরঘাটার শিশু তাবাচ্ছুম ও লঞ্চের সহকারী বাবুর্চি শাকিল মোল্লার মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞাপন

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, তাদের কাছে এখনও ৩৪ জন নিখোঁজের তালিকা রয়েছে। গত ২৫ ডিসেম্বর পোটকাখালীর গণকবরে অজ্ঞাতনামা ২৩ জনের মরদেহ ২১টি কবরে দাফন করা হয়েছে। দাফনের আগে ডিএনএ সংগ্রহ করে রাখা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া এসব মরদেহের দাবিদারদের ডিএনএ গত সোমবার বিকেল থেকে নেওয়া হচ্ছে। 

সিআইডির ডিএনএ পরীক্ষক রবিউল ইসলাম জানান, বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত ৩০ জনের মরদেহ শনাক্ত করার জন্য ৪৩ জনের নমুনা নেওয়া হয়েছে। অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের মরদেহ পাওয়া গেছে। যাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

জিএম/এসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |