ডিএনএ নমুনা দিতে ডরিন যাচ্ছেন কলকাতায়
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবার মরদেহের খণ্ডিত অংশ শনাক্তে ডিএনএ নমুনা দিতে কলকাতা যাচ্ছেন। এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে কলকাতা সিআইডি।
সোমবার (৮ জুলাই) কলকাতা সিআইডির চিঠির সত্যতা নিশ্চিত করে ডরিন বলেন, ডিএনএ স্যাম্পল দিতে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ। আমি আর চাচা খুব তাড়াতাড়ি কোলকাতা যাবো।
উল্লেখ্য, ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে ১৩ মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্লাটে হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর নানা নাটকীয়তার পর মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার হয় সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে। উদ্ধার হওয়া ওই মাংসের টুকরোগুলো এমপি আনারের কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ স্যাম্পল দিতে কলকাতা যাবেন এমপিকন্যা ডরিন।
মন্তব্য করুন