যত্রতত্র ময়লা ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আবাসিক হলগুলো, জিয়া মোড় এলাকা, টিএসসি, বিজ্ঞান অনুষদসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ময়লার স্তুপ জমে গেছে। শিক্ষার্থীদের অসচেতনতা ও কর্তৃপক্ষের উদাসীনতায় তা ক্রমশ বাড়ছে। ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, নষ্ট হচ্ছে ক্যাম্পাসের পরিবেশ।
শিক্ষার্থীরা আরটিভি নিউজের কাছে অভিযোগ করে জানিয়েছেন, ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন নেই। যে অল্প কয়টি ডাস্টবিন আছে তা নিয়মিত পরিষ্কার করা হয় না। এ ছাড়াও ক্যাম্পাসের যত্রতত্র দোকানিরা ময়লা ফেলছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত এসব তদারকি করে না, ফলে ময়লার স্তুপে পরিণত হয়েছে।
সরজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝখানের ফাঁকা জায়গাগুলোতে ময়লার স্তুপ জমে রয়েছে। শহীদ জিয়াউর রহমান হল, সাদ্দাম হোসেন ও লালন শাহ হলের চারপাশেও একই অবস্থা। হলের শিক্ষার্থীরা রান্না করে হলের মধ্যেই ময়লা ফেলছেন। ময়লা ফেলার বিষয়ে শিক্ষার্থীরা সচেতন নন। ফলে হলগুলোতে যত্রতত্র ময়লা-আবর্জনা জমে রয়েছে।
এ বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আদনান আরটিভি নিউজকে বলেন, আমাদের হলে ময়লা ফেলার পর্যাপ্ত জায়গা নেই, পর্যাপ্ত ডাস্টবিনও নেই। ফলে শিক্ষার্থীরা হলের মধ্যেই ময়লা ফেলছেন। এতে নিচতলায় দুর্গন্ধ ছড়ায়। এ বিষয়ে হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীন।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল আরটিভি নিউজকে জানিয়েছেন, প্রত্যেক মিটিংয়ে সংশ্লিষ্ট হল প্রভোস্ট গণকে বিষয়গুলো জানানো হয়েছে। এ ছাড়াও হলগুলোতে ডাস্টবিন দেওয়ার জন্য এস্টেট অফিসকে জানানো হয়। সংশ্লিষ্ট হল প্রভোস্ট গণকে বিষয়টি অভিহিত করবো। এছাড়াও শিক্ষার্থীদের সচেতন হতে হবে।
এ বিষয়ে এস্টেট শাখার পরিচালক টিপু সুলতান আরটিভি নিউজকে বলেন, জনবল সংকটের কারণে আমরা অনেক কাজ সময়মতো করতে ব্যর্থ হচ্ছি। ফলে ময়লার স্তুপ জমে যাচ্ছে। আমরা চেষ্টা করছি ডাস্টবিন সংখ্যা বাড়ানোর জন্য। আর দোকানিদের যত্রতত্র ময়লা না ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমআই /এসকে