ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালেন আসামি

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০১ জানুয়ারি ২০২২ , ০৫:০৯ পিএম


loading/img
পালিয়ে যাওয়া আসামি

বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

শনিবার (১ জানুয়ারি) বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় হাসপাতালে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম জানান, একটি চুরির ঘটনায় গণধোলাই খাওয়া মাসুদ খান নামের আসামিকে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পাহারায় ছিলেন দুই পুলিশ সদস‌্য। এদিকে শনিবার (১ জানুয়ারি) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যেকোনো সময় আসামি মাসুদ পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশের নায়েক মশিউর রহমান ও কনস্টেবল সজল ঘরামীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |