ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না তাদের

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ , ০৮:৩৬ পিএম


loading/img
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ

ছয় মাস আগে আসাদুলের (২২) বাবা তাকে নতুন মোটরসাইকেল কিনে দেন। প্রাইম এশিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শেষ বর্ষের ছাত্র আসাদুল। আসাদুল মোটরসাইকেলযোগে স্থানীয় মসজিদের ইমাম ফরিদ উদ্দিনকে (২৫) সঙ্গে নিয়ে দুপুরের দিকে আপন নামের এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে যান। দাওয়াত খাওয়া শেষে আর বাড়ি ফেরা হলো না তাদের। 

বিজ্ঞাপন

ফেরার পথে ঘাটাইল উপজেলার চেচুয়া নামক স্থানে সন্ধ্যায় মোটরসাইকেল ও মুড়িবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহত আসাদুল ইসলাম শোলাকুড়া সাগরদিঘি গ্রামের আবদুল মান্নানের ছেলে ও ফরিদ উদ্দিন শহর গোপীনপুর গ্রামের হারুন মুন্সীর ছেলে। 

সাগরদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার আরটিভি নিউজকে জানিয়েছেন, বিকেলে ফরিদ ও আসাদুল মোটরসাইকেল নিয়ে সাগরদিঢ়ঘির দেওপাড়ায় একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পথিমধ্যে বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম আরটিভি নিউজকে ব‌লেন, অভি‌যোগ না থাকায় ওই দুই যুব‌কের মর‌দেহ তাদের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ ছাড়া ট্রাক‌টি আটক ক‌রে থানা হেফাজ‌তে রাখা র‌য়েছে।

বিজ্ঞাপন

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |