কক্সবাজারের উখিয়া ক্যাম্পের আগুন রাত ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (৯ জানুয়ারি) রাতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় ১২০০টি ঘর পুড়ে গেছে।
জানা গেছে, আজ রোববার বিকেল ৫টার দিকে উখিয়া পালংখালী ১৬ নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে এপিবিএন এবং ফায়ার সার্ভিসের দলসহ ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে কাজ করে। পরে রাত ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।
জিএম/এসকে