ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

পরাজয় মেনে নিলেন তৈমূর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৬ জানুয়ারি ২০২২ , ১১:২৫ পিএম


loading/img
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। 

বিজ্ঞাপন

রোববার (১৬ জানুয়ারি) নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে পরাজয় মেনে নেওয়ার কথা জানান তিনি।  

সদ্য নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিষয়ে মন্তব্য চাইলে তৈমূর বলেন, আমি তার বিষয়ে আগেও কিছু বলি নাই। এখনও কিছু বলব না। খেলা হয়েছে সরকার বনাম তৈমূর আলম।

বিজ্ঞাপন

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বিএনপি থেকে অব্যাহতি পাওয়া এই নেতা বলেন, রাজনীতি করতে দল লাগে না। তৈমূর আলম খন্দকারের পদ-পদবির দরকার নাই। তবে বিএনপি আমার রক্তের সঙ্গে মিশে আছে। এটা নিয়েই আমি মরতে চাই।

তিনি আরও বলেন, আমি আগেই বলেছি প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশন আমার জন্য ঝুকিপূর্ণ। সেটাই প্রমাণিত হয়েছে। তারা প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। আমি ইভিএমের ইন্টারনাল মেকানিজমে হেরেছি।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |