• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

প্রথম পরাজয়কে ‘এলার্মিং’ বললেন সোহান

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ২১:০৮
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

চলমান বিপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করে টানা ৮ ম্যাচে জয় পেয়েছিল রংপুর রাইডার্স। তবে নিজেদের নবম ম্যাচে রাজশাহীর কাছে ২৪ রানে হারতে হয়েছে বসুন্ধরা গ্রুপের দলটি। প্লে-অফের আগে এই হারকে সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করেছেন নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেছেন রংপুর অধিনায়ক।

সোহান বলেন, এতদিন ভালো খেলেছি, আজকের হার এলার্মিং। সবাই সবার জায়গা থেকে চিন্তা করতে পারবে। ক্রিকেট জিনিসটাই এরকম। ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। আসলেন, জিতবেন, এটা আশা করা ঠিক না। ভালো খেললেই জিতবেন। সবাই এখন এটা নিয়ে চিন্তা করবে।

এদিন আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল রাজশাহী। কিন্তু শেষের দিকে ঘুরে দাঁড়িয়ে বিজয়দের ১৭০ রানে আটকে দেয় রংপুর। কিন্তু ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি তারা। আর এই হারের জন্য পাওয়ারপ্লের বোলিংকে দায়ী করেছেন সোহান।

তিনি বলেন, বোলিংয়ে পাওয়ারপ্লেতে ভালো শুরু করিনি। উইকেট ট্রিকি ছিল, তাও কিছু রান দিয়ে দিয়েছি। ১৫ ওভার পরে ভালো কামব্যাক করেছি। তবে কিছু রান হয়ে গেছে। ব্যাটিংয়েও আমরা সেভাবে রান তুলতে পারিনি পাওয়ারপ্লেতে। প্রথম ৬ ওভার টি-টোয়েন্টিতে খুব গুরুত্বপূর্ণ, ব্যাটিং বলুন বা বোলিং। দুটিই পক্ষে যায়নি।

উল্লেখ্য, আগে ব্যাট করতে নেমে রংপুরকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাব দিতে নেমে ৪ বল হাতে থাকতে ১৪৬ রানে অলআউট হয় রংপুর। এতে ২৪ রানের জয় পায় রাজশাহী।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও বরিশাল, বাকিরা কোথায়?
সিলেটকে হারিয়ে জয়ে ফিরল খুলনা টাইগার্স
সিলেটকে দেড়শর মধ্যেই থামাল খুলনা
খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট