ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঐতিহাসিক জয়ে সেমির স্বপ্ন জিইয়ে রাখল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ জুন ২০২৪ , ১০:০১ এএম


loading/img
ছবি- সংগৃহীত

সেমিফাইনালে যেতে অস্ট্রেলিয়ার সামনে ১৪৯ রানের সমীকরণ সহজ ছিল। জিতলেই সেমিফাইনাল। তাদের জয়ে ভারতও শেষ চারে উঠে যেত। তবে বাঁচা-মরার ম্যাচ হতাশার পরাজয়কে সঙ্গী করল অজিরা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সেমিফাইনালের স্বপ্ন মজবুত করল আফগানিস্তান।

বিজ্ঞাপন

রোববার (২৩ জুন) আর্নস ভ্যালে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে আফগানিস্তান। জবাবে আফগানদের বোলিং তোপে ১৯ দশমিক ২ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

এদিকে আফগানদের এই জয়ে দুই হারকে সঙ্গী করেও সেমির দৌড়ে টিকে রইল বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের সঙ্গে অজিরা হেরে গেলে এবং আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই শেষ চারে উঠার সম্ভাবনা থাকবে বাংলাদেশের।

বিজ্ঞাপন

এদিন সুপার ফোরের লক্ষ্যে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় অজিরা। তবে দুই আফগান ওপেনারের ১১৮ রানের দুর্দান্ত জুটিতে ভুল প্রমাণিত হয় সাবেক চ্যাম্পিয়নদের সিদ্ধান্ত।

দায়িত্বশীল ব্যাটিংয়ে সমান ৪টি করে চার ও ছক্কায় ৪৯ বলে ৬০ রানে প্যাভিলিয়নে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। অন্যপ্রান্তে ৬ বাউন্ডারিতে ৪৮ বলে ৫১ রানের সাজঘরের পথ ধরেন ইব্রাহিম জাদরান।

তবে ওপেনিংয়ে শতরানের জুটির পর বাকিরা দায়িত্ব নিয়ে দলীয় পুঁজি এগিয়ে নিতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ৯ বলে ১৩ রান করেন করিম জানাত। আর নবির ব্যাট থেকে আসে ১০ রান। বাকিরা কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বিজ্ঞাপন

অজিদের হয়ে ২৮ রান খরচায় হ্যাটট্রিক করেন প্যাট কামিন্স। এর আগে, সুপার এইটে বাংলাদেশের বিপক্ষেও এই কীর্তি গড়েছিলেন তিনি। এ ছাড়া দুটি উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। নাভিন-উল-হকের বলে বোল্ড হয়ে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ট্র্যাভিস হেড। এরপর তৃতীয় ওভারে আক্রমণে এসে মিচেল মার্শকে ফেরান তিনি। মিড-অফে নবির হাতে মুঠোবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২ রান।

এরপর উইকেটে এসে একপ্রান্ত আগলে রাখেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে অন্যপ্রান্তে একের পর এক উইকেট তুলে নেয় আফগানরা। শেষ পর্যন্ত ৪১ বলে ৫৯ রানে ম্যাক্সওয়েল ফিরলে বাকিদের ব্যর্থতায় ১২৭ রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস। এতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় রশিদ খানের দল।

আফগানদের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন গুলবাদিন। এ ছাড়া নাভিন-উল-হক তিনটি এবং রশিদ খান, ওমরজাই ও মোহাম্মদ নবির শিকার একটি করে উইকেট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |