ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নির্বাচনি কার্যালয় ভাঙচুর

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ , ০৯:৪৪ এএম


loading/img
ফাইল ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি কার্যালয় ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে উলানিয়ার কালিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

ভুক্তভোগী সেন্টু মাঝি আরটিভি নিউজকে বলেন, তারেক সরদারের ২০০ লোক রামদা ও লঠিসোটাসহ কালীগঞ্জ বাজারে প্রবেশ করলে লোকজন ভীত হয়ে ছুটাছুটি শুরু করে। তারা মিলন চৌধুরীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমার দোকানের ফল ও আমাকে মারধর করেছেন। 

দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মিলন চৌধুরী আরটিভি নিউজকে বলেন, দু’টি জোড়া হত্যা মামলার আসামি তারেক সরদারের নেতৃত্বে তার অনুসারীরা বৃহস্পতিবার সকালে ভোলা থেকে ট্রলারযোগে তারা উলানিয়ায় প্রবেশ করে। ফেরার পথে কালিগঞ্জ বাজারে এসে আমার নির্বাচনি কার্যালয় এবং সমর্থক মানিক মাঝির বসতঘর ও সেন্টু মাঝির ফলের দোকান ভাঙচুর করেছে। 

বিজ্ঞাপন

অভিযুক্ত তারেক সর্দারের মামা হাবিবুর রহমান লিটন বলেন, তারেক সরদার হামলা করেনি। উল্টো তারেকের ওপর মিলন চৌধুরীর লোকজন হামলা করেছে। এখন সাংবাদিকদের কাছে মিথ্যা বলছে। তারেক অনেক দিন পর এলাকায় এসেছে। তাই সে ও তার লোকজন প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে। 

মেহেন্দিগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা আরটিভি নিউজকে বলেন, দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কারও নির্বাচনি কার্যালয় বা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের খবর আমরা পাইনি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |