ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিতদের সংঘর্ষ, আহত ৮

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০৯:১০ এএম


loading/img
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আহতরা হলেন জাতীয় নাগরিক পার্টির নেতা সুলতান মারুফ তালহা, আলী আহসান মুজাহিদ, আসাদুল, ইব্রাহীম, আলভী ও ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান। তাদেরকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে শহরের ঈদগাহপাড়া থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের একটি অংশ নাগরিক কমিটিতে ছাত্রলীগ কর্মীদের পদ দেওয়া হয়েছে দাবি করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কুষ্টিয়া কাটাইখানা মোড়স্থ সমবায় মার্কেটের সামনে পৌঁছলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক পার্টির নেতৃবৃন্দ তাদের ধাওয়া করে। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৮ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে আনলে সেখানেও উত্তেজনা ও হামলার ঘটনা ঘটে।  

পদবঞ্চিদের পক্ষে অবস্থান নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুজন মাহমুদ জানান, আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লোকজন। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ফেসবুক লাইভে জানান, কিছু সন্ত্রাসী আমাদের কাটাইখানা মোড়ে লাইব্রেরির সামনে এসে হুমকি-ধমকি দেয় এবং পরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |