কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন নামে কথিত জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি জানান। এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুরের বাসিন্দা।
জানা গেছে, বিভিন্ন রোগের নিরাময়, জিনকে বিতাড়িত ও পাতিল বন্দি করা এবং অলৌকিক ক্ষমতার অধিকারী করার প্রলোভন দেখিয়ে এসব টাকা হাতিয়ে নেন তিনি।
কুমিল্লা র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ভুক্তভোগী এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জে জাকির হোসেনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিন বন্দির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মাটির পাতিল ও তাবিজ-কবজ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগীর অজান্তে তার বড় মেয়েকে প্রভাবিত করে কাবিন ও সাক্ষী ছাড়াই বিয়ের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জিএম