ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গৃহবধূ উধাও

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ , ০৭:১৫ পিএম


loading/img
ফাইল ছবি

বরগুনার তালতলীতে স্বামীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে উধাও হয়েছে এক গৃহবধূ।

বিজ্ঞাপন

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার লাউপাড়া গ্রামের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বের হন লামিয়া (২০) নামের ওই গৃহবধূ। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

জানা গেছে, প্রায় দুই বছর আগে আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাসেম ফকিরের ছেলে মন্টু মিয়ার সঙ্গে উপজেলার লাউপাড়া গ্রামের মো.দেলোয়ার হোসেনের মেয়ে লামিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ। তাদের একটি ছেলেসন্তান আছে।

বিজ্ঞাপন

মিন্টু তালতলীর জয়ালভাঙ্গার তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন। সেই সুবাদে লামিয়া এক মাস আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। সম্প্রতি মিন্টু স্ত্রীর সঙ্গে দেখা করতে কর্মস্থল থেকে শ্বশুরবাড়িতে যান। পথেই শিশুসন্তান নিয়ে উধাও হন লামিয়া। তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে। 

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরি করে ভুক্তভোগীর স্বামী। গৃহবধূ লামিয়াকে উদ্ধারের চেষ্টা চলছে। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |