গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় তাকওয়া পরিবহণের চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক নারী যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সংবাদ আশপাশের উত্তেজিত জনতা বেশ কয়েকটি মিনিবাস ভাঙচুর করেছে বলে জানা গেছে।
নিহত নারী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নিজগাঁও এলাকার আবুল কালামের স্ত্রী চম্পা বেগম (৩২)। তিনি একটি কারখানায় কাজ করতেন।
নিহতের ভাজিতা মো. সুমন জানায়, উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থাকতেন চম্পা বেগম। তার ছোট বোন শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় বাসা ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করে। ছোট বোনের ওই বাসায় তার বাবা গ্রাম থেকে বেড়াতে যায়। এ সময় সংবাদ পেয়ে চম্পা তার বাবার সঙ্গে দেখা করতে সেখানে যায়। পরে বাবার সঙ্গে দেখা করে তিনি গড়গড়িয়া মাস্টারবাড়ি যাওয়ার উদ্দেশ্যে নয়নপুর থেকে তাকওয়া পরিবহণের বাসে ওঠে। কিছুদূর যাওয়ার পর বাসের সহকারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে চম্পাকে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কণ কুমার বিশ্বাস জানান, শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। ইতোমধ্যে আমরা বাসটি শনাক্তের চেষ্টা করতেছি। বাসটি শনাক্ত করা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।