ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে দশম শ্রেণির ছাত্রী (১৬) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে মোঃ শওকত শেখ ওরফে সৈকত (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে ছাত্রী। সৈকত রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের মোঃ হবিবুর রহমান হবির ছেলে।
ওই ছাত্রী আরটিভি নিউজকে জানিয়েছেন, সৈকতের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে সে মোবাইল ফোনে কথাবার্তা বলা শুরু করে। এক পর্যায়ে সৈকত ওই ছাত্রীকে অনৈতিক কাজের কথা বলে। তবে সে তাতে রাজি হয় না। পাশাপাশি সে সৈকতের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে সৈকত ক্ষিপ্ত হয় এবং তার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হয়। যার অংশ হিসেবে গত ৩১ জুলাই রাত দেড়টার দিকে সে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এরপর বাথরুম থেকে সে ঘরে ফেরার চেষ্টাকালে সৈকত তার মুখ আটকে ধরে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে বললে হত্যা করার হুমকি দেয়। যে কারণে বিষয়টি সে আর কাউকেই বলতে পারেনি। কয়েকদিন পরে পরিবারকে বিষয়টি জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই সোহেল রানা আরটিভি নিউজকে জানিয়েছেন, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে আমাসি সৈকতকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।