ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ১০:৪৭ এএম


loading/img
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। ষাটোর্ধ্ব এই বৃদ্ধ রাজশাহী জেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি মারা যান। এর বাইরে রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।

বিজ্ঞাপন

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে একজন রোগী মারা গেছেন। এর বাইরে গত এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।

বিজ্ঞাপন

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৪ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫৭ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।

বর্তমানে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ৬ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৯১টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৮টিতে। একই দিনে রামেক ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষায় ৮৯টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীর ১৮৫টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২৮টিতে। জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। 

বিজ্ঞাপন

একই ল্যাবে জয়পুরহাটের ৩০টি নমুনা পরীক্ষায় ২০টিতে, চাঁপাইনবাবগঞ্জের ৮৭টি নমুনা পরীক্ষায় ২০টিতে এবং নাটোরের ৭১টি নমুনা পরীক্ষায় ২১টিতে করোনা ধরা পড়েছে। এর মধ্যে জয়পুরহাটে করোনা শনাক্তের হার ৬৬ দশমিক ৬৭, চাঁপাইনবাবগঞ্জে ২২ দশমিক ৯৯ এবং নাটোরে ২৯ দশমিক ৫৮ শতাংশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |