ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মেম্বারের বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ, এসএ গ্রুপের উৎপাদন বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ০৬:৪৬ পিএম


loading/img
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ভাটিয়ারীতে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মূল গেইটের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক মেম্বার ও তার অনুসারীদের বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

জানা গেছে, রাস্তা বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির সব উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্য সরবরাহ করা সম্ভব্য হচ্ছে না; যার ফলে উৎপাদিত পণ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়াও রপ্তানির জন্য অপেক্ষমাণ থাকা পণ্যগুলোও নির্দিষ্ট সময়ের মধ্যে শিপমেন্ট করতে না পারায় প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রতিষ্ঠানটির জিএম (এইচআর, এডমিন) সাইদ রাফিদুল আলম আরটিভি নিউজকে জানান, দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তাটি চলাচলের জন্য ব্যবহার করে আসছে, যা দলিলগতভাবে এসএ গ্রুপের। বিগত ৬ মাস ধরে স্থানীয় সাব্বির মেম্বার ও তার অনুসারীরা জোরপূর্বক সেই রাস্তা বন্ধ করে অন্য একটি রাস্তা ব্যবহার করতে বাধ্য করে আসছে। তাদের কথা না শোনায়, গত রাতে প্রতিষ্ঠানটির মূল গেটের রাস্তা বন্ধ করে দেয় তারা। যার ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এসএ গ্রুপের অধীনে থাকা ভাটিয়ারী ইন্ডাস্টিয়াল পার্কের আটটি প্রতিষ্ঠান এবং কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে সাব্বির মেম্বার আরটিভি নিউজকে বলেন, যে অংশটাতে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা তাদের কোম্পানি মীর গ্রুপের কেনা জায়গা। তাদের চলাচলের জন্য অন্য পাশে একটি রাস্তা করে দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানসহ কয়েকবার বৈঠক হয়েছে। তার মাধ্যমে রাস্তাটি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। রাস্তা করে দেওয়ার পরেও তারা ওই রাস্তা দিয়ে চলাচল না করে পূর্বের রাস্তা দিয়ে চলাচল করছে। তাদের কোনো গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করা হয়নি। পণ্যবাহী গাড়িগুলো চলাচল করছে। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আরটিভি নিউজকে বলেন, জায়গা নিয়ে মীর গ্রুপের সঙ্গে তাদের ঝামেলা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে ঘটনাস্থলে যাচ্ছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |