• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৪, ২০:০৪

জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টা থেকে গ্যাস-সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, যমুনা সার কারখানা দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছর ৫ সেপ্টেম্বর উৎপাদন বন্ধ করেছিল কর্তৃপক্ষ। টানা ৭২ দিন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস সরবরাহ পেলে ২ নভেম্বর ফের উৎপাদনে শুরু করে কারখানাটি।

এ ঘটনার ৭৫ দিন পর সোমবার সকাল থেকেই গ্যাস-সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে গেলে বিকাল ৩টায় উৎপাদন বন্ধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

শুরুতে কারখানাটির ১৭০০ মেট্রিক টন উৎপাদনের সক্ষমতা থাকলেও গ্যাস-সংকটের কারণে বর্তমানে ১৩৫০ মেট্রিক টন উৎপাদন করতে পারছে।

এ বিষয়ে যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা ৩টায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদনে যাবো।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন রবিন রাজন সাখাওয়াত
কয়লা সংকটে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল 
যমুনা ব্যাংকে চাকরির সুযোগ