ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

মমেক শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

আরটিভি নিউজ

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ , ০৭:৩২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ এনে ফায়দা হাসিলের চেষ্টার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।  

বিজ্ঞাপন

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পাঠদান বন্ধ রাখেন শিক্ষকরা। এ ছাড়া শিক্ষার্থীরাও যোগ দেননি ক্লাস-পরীক্ষায়। 

এর আগে, শিক্ষকদের এক সভা থেকে ৪৮ ঘণ্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন তারা।  

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনির হোসেন ভূঁইয়া বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। 

প্রসঙ্গত, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে এম-৫৩ ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে গত ২৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে কিছু শিক্ষার্থী। যদিও এ ব্যাপারে লিখিত কোনও অভিযোগ পাননি কলেজ অধ্যক্ষ। এমনকি খুঁজে পাওয়া যায়নি ভুক্তভোগী ছাত্রীকেও। এরই প্রতিবাদে ২৭ ফেব্রুয়ারি মিথ্যা অপবাদ দিয়ে অধ্যাপকের সম্মানহানি করায় দোষীদের বিচার দাবিতে আন্দোলনে নামেন কলেজের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |