ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ঘাস কাটাকে কেন্দ্র করে প্রাণ গেল বৃদ্ধের 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ , ০৬:৪৮ পিএম


loading/img

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে হত্যার অভিযোগের উঠেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ি গ্রামের তছিম উদ্দিনের ছেলে মো. শুক্কুর (৫৫)। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ঘাস কাটা নিয়ে বৃদ্ধ শুক্কুরের সঙ্গে প্রতিবেশী সায়েদুল ইসলামের ছেলে নজরুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে শুক্কুর মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর থানা অফিসার মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |