ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৫ মার্চ ২০২২ , ০৩:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধে নূর ইসলাম নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রীও। গতকাল শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। 

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নূর ইসলাম (৬৮) একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। এদিকে এ ঘটনায় নিহতের প্রতিবেশী পচন আলীকে প্রধান আসামি করে এবং আরও সাতজনের নাম উল্লেখ করে রাতেই হত্যা মামলা করেছেন নিহতের নাতি সেলিম মিয়া।

ফুলপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল কাদের চৌধুরী জানান, সকাল ১০টার দিকে জমি-সংক্রান্ত বিরোধে নূর ইসলাম ও পচন আলীর পরিবারের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পচন আলী ও তার পক্ষের কয়েকজন নূর ইসলাম ও তার স্ত্রী হনুফা খাতুনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন থেকে রাত সাড়ে ১০টার দিকে নূর ইসলামের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলার পর থেকেই বাড়ি থেকে পালিয়েছে আসামিরা। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |