ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

অবশেষে সেই সড়কের সংস্কার কাজ শুরু

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ , ০৮:৩৫ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

দফায় দফায় সড়ক অবরোধ কর্মসূচির প্রেক্ষিতে অবশেষে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত সড়কের সংস্কার কাজ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে প্রকল্পের ঠিকাদার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আবুল কালাম আজাদ বলেন, সোমবার (৭ মার্চ) থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে। কত দিনের মধ্যে কাজ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, কম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করব। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে ১০ দিনের মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন ঠিকাদার আবুল কালাম আজাদ। তবে আশ্বাসের ১০ দিন চলে গেলেও কাজ শুরু না হওয়ায় গত ৫ মার্চ দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |