লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমানো টাকা ফেরত চাওয়ায় বাবা-মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মঞ্জুর আলমের বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জে. আর সারোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউপি সদস্যের বাবা আব্দুল করিম।
অভিযুক্ত ইউপি সদস্য আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর আলম।
জানা গেছে, আব্দুল করিম দীর্ঘদিন ধরে ইউনিয়নের বালাপুকুর এলাকার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। শ্বশুরের অন্য সন্তান না থাকায় নাতি মঞ্জুর আলমকে বাড়ির প্রায় ৩০ শতাংশ জমি লিখে দেন। ওই বাড়িতে মঞ্জুর আলম বাবা ও মাকে নিয়ে বসবাস করছেন। সম্প্রতি মঞ্জুর আলম পরকীয়ায় জড়িয়ে এক নারীকে বিয়ে করে ঘরে তোলেন। প্রথম স্ত্রী থাকার পরও কেন দ্বিতীয় বিয়ে করেছে জানতে চাইলে মা-বাবাকে গালিগালাজ করে মঞ্জুর আলম। পরে বাগবিতণ্ডার এক পর্যায়ে ছেলের কাছে জমানো টাকা ফেরত চাইলে মারধর করে।
ভুক্তভোগী মো. আব্দুল করিম অভিযোগ করে বলেন, ছেলের কাছে পাওনা টাকা চাওয়ায় একাধিকবার নির্যাতনের শিকার হতে হয়েছে। এ ঘটনার বিচার চাই।
ভুক্তভোগী মা মর্জিনা বেগম বলেন, আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। ছেলের কাছে জমা টাকা চাইলে সে মারধর করে। কোনো উপায় না দেখে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।
অভিযুক্ত ইউপি সদস্য মঞ্জুর আলম বলেন, ঘর থেকে বাবা-মাকে বের করে দেওয়ার ঘটনাটি সত্য নয়। আর এই বিষয়টি আমাদের ব্যক্তিগত। তাই এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জে. আর সারোয়ার জানান, আজ মঙ্গলবার লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।