ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সড়কের গাছ সাবাড় করছেন ইউপি সদস্য

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৮ জানুয়ারি ২০২৩ , ০৮:৫৩ পিএম


loading/img

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে ইউপি সদস্য কালাম মিয়ার বিরুদ্ধে অবৈধভাবে ৮০টি গাছ কাটার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এসব গাছ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রোববার (৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ইউএনও মো. শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৭ জানুয়ারি) রাতে প্রশাসনের অনুমতি ছাড়াই ওই ইউনিয়নের গাছগুলো কর্তন করেন। 

গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা শহরের অদূরে মধ্যনারায়নপুর গ্রামে প্রায় ১২ বছর আগে মধ্যনারায়নপুর থেকে দুর্গাপুর রাস্তার দুপাশে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব গাছ লাগানো হয়। কিন্তু মধ্যনারায়নপুর গ্রামের (৫ নম্বর ওয়ার্ড) ইউপি সদস্য কালাম মিয়া প্রশাসনের অনুমতি ছাড়াই এসব গাছ স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ওই ক্রেতা শনিবার সকাল থেকে গাছ কাটা শুরু করেন। একই দিন সন্ধ্যায় এলাকাবাসী গাছ কাটার বিষয়টি ইউএনওকে জানান। পরে ইউএনওর নির্দেশে বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান গ্রাম-পুলিশ পাঠিয়ে এসব গাছ জব্দ করেন।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, গাছ কাটার বিষয়টি আমি জানি না। ইউএনও সাহেবের নির্দেশে গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য কালাম মিয়া গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মুঠোফোনে বলেন, ডিজিটাল সময়ে এভাবে গাছ কাটা কি সম্ভব?  তবে কে গাছ কেটেছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা পরিষদ মিলেই কাটছি। একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। সেটার অবসানও হয়ে গেছে। বৈদ্যুতিক তারের কারণে গাছগুলো কাটা হয়েছে। এখন ডাকের মাধ্যমে বিক্রি করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |