ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ডিলারের বাথরুম ও খাটের নিচ থেকে তেল-ডাল উদ্ধার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

বুধবার, ০৯ মার্চ ২০২২ , ০৯:১৬ পিএম


loading/img

কুমিল্লায় এক ওএমএস (ওপেন মার্কেট সেলার) ডিলারের খাটের নিচ ও বাথরুম থেকে টিসিবির সয়াবিন তেল ও ডাল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বিজ্ঞাপন

বুধবার (৯ মার্চ) অভিযান চালিয়ে ১১২ লিটার তেল ও আড়াইশ’ কে‌জি মসুর ডাল উদ্ধার করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক আছাদুল ইসলাম জানান, নগরীর কা‌লিয়াজু‌ড়ি এলাকায় অভিযানকালে দেখা যায়, স্থানীয় ওএমএস ডিলার মেসার্স সাইফুল এন্টারপ্রাই‌জের মালিক ফয়সালুর রহমান দোকা‌নে টি‌সি‌বির তেল বেশি দামে বি‌ক্রি কর‌ছেন।

বিজ্ঞাপন

এ সময় তার বা‌ড়িতে গিয়ে খা‌টের নিচ ও বাথরুম থে‌কে ১১২ লিটার টি‌সি‌বির তেল এবং বেডরুম থে‌কে আড়াইশ’ কে‌জি টি‌সি‌বির মসুর ডাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ফয়সালুর রহমানকে ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

পরে এসব পণ্য এতিমদের মাঝে বণ্টনের জন্য জেলা ম্যাজি‌স্ট্রেটের কা‌ছে হস্তান্তর করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আছাদুল ইসলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |