ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে  

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ মার্চ ২০২২ , ১০:২৯ পিএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার জহুর হকার্স মার্কেটে আগুন লেগেছে। শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাশ বলেন, জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের খবরে চন্দনপুরা, আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। 

এক ব্যবসায়ী বলেন, হকার্স মার্কেটে আমার কাপড়ের দোকান আছে। আমার দোকান থেকে আগুন লেগেছে ১০০ গজের মতো দূরে।

বিজ্ঞাপন

খবর শুনে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর জওহরলাল হাজারী বলেন, শুক্রবার হওয়ায় মার্কেট বন্ধ ছিল, হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। হকার্স মার্কেটের গেট দিয়ে ঢুকে ছোট যে মাঠটা আছে, মাঠের পাশের একটি দোকানে ধোঁয়া দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করা হয়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |