ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৩ মার্চ ২০২২ , ০৩:৪৬ পিএম


loading/img
মামুন

গাজীপুর জেলার শ্রীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জের র‍্যাব-১২ সদস্যরা।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (১২ মার্চ) রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৩ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ র‍্যাব-১২ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মামুন (২২) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দাইবাড়িটেক গ্রামের আজগর আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১০মার্চ গাজীপুর জেলার শ্রীপুর রাইস মিল এলাকায় এক কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় মামুন। এ সময় কালেজছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মামুন ক্ষিপ্ত হয়ে কলেজছাত্রীকে গালগালসহ তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের মাধ্যমে গুরুতর আহত করে। এ ব্যাপারে কলেজছাত্রীর পিতা বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |