• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

যমুনা নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ মার্চ ২০২২, ১৫:৪০
নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ
ফাইল ছবি

সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে সকাল সূত্রধর (১৪) ও সঞ্জিত কর্মকার (১৫) নামে দুই কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে নদীর জেলখানা ঘাট পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় সেই দু'জন।

নিখোঁজ সকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধর ও সঞ্জিত কর্মকার একই মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে। এরা দু'জনেই শহরের সবুজ কানন হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা খাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য নদীতে নামে। কিন্তু দু'জন নদী থেকে উঠে আসলেও নিখোঁজ হয় সকাল ও সঞ্জিত নামে দুই কিশোর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযানে অংশগ্রহণ করার জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। বিকেল নাগাদ তারা এসে উদ্ধার অভিযানে নামবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে ধরা যুবক
জয়দেবপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত