ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

যমুনা নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ মার্চ ২০২২ , ০৩:৪০ পিএম


loading/img
ফাইল ছবি

সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে সকাল সূত্রধর (১৪) ও সঞ্জিত কর্মকার (১৫) নামে দুই কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে নদীর জেলখানা ঘাট পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় সেই দু'জন।

নিখোঁজ সকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধর ও সঞ্জিত কর্মকার একই মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে। এরা দু'জনেই শহরের সবুজ কানন হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা খাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য নদীতে নামে। কিন্তু দু'জন নদী থেকে উঠে আসলেও নিখোঁজ হয় সকাল ও সঞ্জিত নামে দুই কিশোর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযানে অংশগ্রহণ করার জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। বিকেল নাগাদ তারা এসে উদ্ধার অভিযানে নামবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |