চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার বোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে বঙ্গোপসগারের সন্দ্বীপ চ্যানেল থেকে তার মরদেহ পাওয়া যায়।
নিহত ব্যক্তি চট্টগ্রামের মীরসরাই উপজেলার দক্ষিণা ভূঁইয়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে নুরুল আবছার। তিনি লাইটারেজ জাহাজের গ্রিজারম্যান ছিলেন।
কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম উল্লাহ বলেন, স্থানীয়দের খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। তার ভাই মরদেহ দেখার পর নুরুল আবছার বলে নিশ্চিত করেছেন। সে দীর্ঘদিন ধরে আবুল খায়ের কোম্পানিতে কাজ করতো। মরদেহ সুরতহাল করে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ ভোর সাড়ে তিনটায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালুবাহী বার্জের ধাক্কায় এমভি টিটু-১৪ নামে আবুল খায়ের কোম্পানির একটি জাহাজ যুবে যায়। ওই জাহাজে ১৪ জন নাবিক ছিল। ঘটনার পর কোস্টগার্ড ৮ জনকে উদ্ধার করে। সোমবার (২১ মার্চ) দুপুরে সীতাকুণ্ডের উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুজিব শিপইয়ার্ডের পাশে উপকূলীয় এলাকা থেকে হানিফ শেখ নামে আরও একজনের মরদেহ পাওয়া যায়। এখন পর্যন্ত দুজন নাবিক নিখোঁজ রয়েছেন।