বাগেরহাটের মোল্লাহাটে সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক নাইম খানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গাংনী গ্রামে এ ঘটনা ঘটে।
নাইম মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল খানের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, নাইম তার বাড়ির পাশে হিরন মার্কেটের একটি দোকানে লুডু খেলছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তার ফোনে একটি কল আসে। এরপর লুডু খেলা ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর হিরনের পরিত্যক্ত বাড়ির উঠানে পাশের বাড়ির এক নারী তাকে গলা, হাত কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। এ সময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস আরটিভি নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নাইমের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। অপরাধীদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ।