ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বরের বয়স ১৮, কনের ২৫ : চাচাকে জরিমানা

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৭ মার্চ ২০২২ , ০২:৪৯ পিএম


loading/img
বরের চাচাকে জরিমানা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি গ্রামে ১৮ বছর বয়সী বরের সঙ্গে ২৫ বছরের কনের বিয়ের ঘটনা ঘটেছে। সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করায় বরের চাচাকে জরিমানা করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন ওই জরিমানার আদেশ দেন। এ সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন উপস্থিত ছিলেন।

জানা যায়, বাহিমালী গ্রামে কুদ্দুসের মেয়ে সুমি খাতুন (২৫)-এর সঙ্গে ধলা মানিকপুর গ্রামের শামসুল হকের ছেলে শাকিল (১৮) বিয়ের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন ইউএনও মারিয়াম খাতুন ও মহিলাবিষয়ক কর্মকর্তা। পরে ছেলের প্রাপ্ত বয়স না হওয়ায় এবং বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বরের চাচা মুজিবর রহমানকে ৩০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন।

বিজ্ঞাপন

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, গত শুক্রবার দুপুরের পর সেই বর ও কনের বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে ইউএনও কনের বাড়িতে পৌঁছার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। পরে বাল্যবিয়ের দায়ে অভিভাবক হিসেবে উপস্থিত বরের চাচা মজিবর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |