ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হাতিয়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ১০:০৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামশেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সূর্যমুখী গ্রাম থেকে তাকে আটক করা হয়। ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক জামসেদ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সূর্যমুখী গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিনি তিন সন্তানের জনক। এলাকার বেড়ী বাঁধের ঢালে পাশাপাশি তারা বসবাস করে আসছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুর মা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মেয়েকে বাড়ির পাশে জমি থেকে ছাগল আনতে পাঠান। তিনি যান খাবার পানি আনতে। পানি নিয়ে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজার জন্য বের হন। অনেক সময় পর মেয়েকে পাশের বাড়ির ঝোঁপ থেকে বের হতে দেখেন। তখন দৌঁড়ে মেয়ের কাছে গিয়ে দেখেন মেয়ে কান্না করতেছে। তার পরনের পায়জামা ভেজা। পেছনে পেছনে জামসেদ ঝোপ থেকে বের হচ্ছে। তখন মেয়ের মা জামসেদকে জিজ্ঞাসা করলে সে বাকবিতণ্ডা শুরু করে। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে বলে জামসেদ তাকে জোর করে ঝোঁপের মধ্যে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। সে কান্না কাটি করায় তাকে মারধর করে এবং ভয় দেখায়।

এ ঘটনাটি অভিযুক্ত জামসেদের স্বজনদের জানালে তারা ভুক্তভোগী শিশুর স্বজনদের মারধর করেন। পরে তারা থানায় এসে অভিযোগ করেন। এদিকে সন্ধ্যার পর শিশুটি ও তার মায়ের সঙ্গে কথা বলেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি সঙ্গে সঙ্গে পুলিশ টিম পাঠিয়ে আধা ঘণ্টার মধ্যে অভিযুক্ত জামসেদকে আটক করেন।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা আসামিকে গ্রেপ্তার করি।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |