• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

আলমসাধু উল্টে প্রাণ গেল চালকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২২, ১৫:০৯
আলমসাধু উল্টে প্রাণ গেল চালকের
আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রাম

চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক কৃষক আহত হয়েছেন।

সদর উপজেলার জাফরপুর মোড়ে শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হকের বাড়ি আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে। আহত হয়েছেন একই গ্রামের কৃষক রিপন জোয়ার্দার। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ডিঙ্গেদহ এলাকায় ভুট্টা বিক্রি করে আলমসাধু করে বাড়ি ফিরছিলেন রিপন জোয়ার্দার। আলমসাধুটি জাফরপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুর নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক নাজমুল হক। গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হাসান জানান, আহত রিপন জোয়ার্দারের অবস্থা শঙ্কামুক্ত নয়। তার বাম হাত ভেঙে গেছে, চিকিৎসা চলছে।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের ডিজির বিরুদ্ধে অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ, যা জানাল প্রেস উইং
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
সাইফকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক যা বললেন